সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিএনপি যে নির্বাচন করবে সেটি নিরপেক্ষ সরকারের অধীনে, খালেদা জিয়ার নেতৃত্বে হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমুখর, উৎসবমুখর নয়।শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের আগে অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে এবং খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তি দিতে হবে।
রিজভী আরও বলেন, রাজনৈতিক সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং অবশ্যই জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি সরকারকে মানতে হবে।
বিএনপির এই মুখপাত্রের অভিযোগ, অনলাইন অ্যাক্টিভিস্ট রাজন ব্যাপারীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এরপর আর তাঁর হদিস পাচ্ছে না তাঁর পরিবার। র্যাব-১০ এর একজন কর্মকর্তা জেলগেট থেকে লিখিত দিয়ে তাকে তুলে নিয়ে যায়। কিন্তু এরপর থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে। এটি আতঙ্কজনক, অশুভ কোনো উদ্দেশ্যেই তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনও গ্রেপ্তার চলছে।
এসব গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।