তন্ময় শাহ্, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ ক্যাম্পেইন বিষয়ে জেলার সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন ব্যাপি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার মোট ১৩৮৭ টিকাদান কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা ছয়মাস বয়স থেকে ১১ মাসবয়সী মোট ২৩০২৫ জন ও ১২ মাস বয়সী থেকে ৫৯ মাস বয়সী শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ সভাপতি রেজাউল করিম, হাসিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রবীন সাংবাদিক সৈয়দ আব্দুল করিম, মোঃ আল আমিনসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।