রাবি প্রতিনিধি : সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম (শান্তনু)। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এই পদে নিয়োগ দেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহমুদুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬ এর ১০ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর মো. শাহ আজমকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জের উপাচার্য পদে নিয়োগ দেয়া হলো।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপাচার্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমান বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। আচার্য প্রয়োজনে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।