মোঃ আবু তৈয়ব:
“চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে
বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২১ উপলক্ষে চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এর মাধ্যমে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় নিয়োগ বোর্ডের সদস্য সচিব এ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) চট্টগ্রাম রেঞ্জ জনাব মো: ইকবাল হোসেন, পিপিএম, সদস্য এ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম) চট্টগ্রাম রেঞ্জ জনাব মো: জাকির হোসেন, পিপিএম, সদস্য এ্যাডিশনাল ডিআইজি (ওএন্ডআই) মো: সাইফুল ইসলাম, বিপিএম (বার) এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের উপকমিটির আহবায়ক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।