গাজী এনামুল হক (লিটন) পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর জেলায় নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠী হাসপাতাল মোর বাজারে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার ২.০০ টার দিকে এ ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো মুদি, মোবিল তেল,বিকাশ,মোবাইল ও সোহেল ফার্মেসী,। ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ও মেম্বার মোঃউজ্জ্বল বলেন আনমনিক দুপুর ২.০০ দিকে বাজারের দুইটি দোকানে আগুন লেগেছে, স্থানীয় এক ব্যবসায়ী ফায়ার সার্ভিস খবর দেন। এখোনো যানা যায়নি কি ভাবে আগুন লাগলো , আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।স্বরুপকাঠী ফায়ার সার্ভিসের স্টেশনের দল , খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। তাঁদের দাবি, আগুনে তাঁদের দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।