আজ পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা পৌরসভার নির্বাচানী ইস্তাহার প্রকাশ করেন শ্রী অধীর চৌধুরী।কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। স্বচ্ছ্বতা প্রশাসন ও দুর্নীতি মুক্ত কলকাতা পৌরসভা প্রতিষ্ঠিত করতে আজ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ইস্তাহার প্রকাশ করেন। আগামী, ১৯,ডিসেন্বর, রবিবার কলকাতা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার কলকাতা পৌরসভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস প্রায় সব যায়গায় প্রার্থী দিয়েছেন। বামফ্রন্ট ও অন্য দলের সাথে জোট গঠন করে নি। সম্পত্তি কলকাতা পৌরসভার দুই জন দলের পৌর পিতা আছেন। একজন কলকাতার বড়বাজার এলাকার পৌর পিতা শ্রী সন্তোষ পাঠক ও কলকাতার রাজাবাজার এলাকার পৌর পিতা শ্রী বিজয় উপাধ্যায়। তবে এবার কলকাতার পৌরসভার নির্বাচনে বহু যায়গায় ভারতের জাতীয় কংগ্রেস প্রার্থীদের সাথে তৃনমূল দলের প্রার্থীদের লড়াই সরাসরি হবে। তবে কলকাতা পৌরসভার নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস কটি সিট দখল করতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।তবে ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের জেতাতে ময়দানে আছেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ও শ্রী প্রদীপ ভট্টাচার্য এম পি, শ্রী মতি কৃষ্ণা দেবনাথ শ্রী মতি মায়া ঘোষ ও শ্রী আশুতোষ ভট্টাচার্য শ্রী প্রদীপ বসাক শ্রী অসিত মিত্র জনাব আলম দেওয়ান জনাব শাদাব খান ও কলকাতা পৌরসভার বন্দর এলাকায় দাপুটে নেতা জনাব মুক্তার আহমেদ সাবেক এম পি অধ্যাপক শ্রী মনোরঞ্জন হালদার শ্রী অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।।