আজ ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চরনজিৎ সিঙ চিন্নুর হাত ধরে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করলেন আকালী দলের বিধায়ক শ্রী জগতার সিঙ রাজলা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। পাঞ্জাবের বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকি। তার মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চরণজিৎ সিঙ চিন্নুর নিজের রাজ্যের দলের শক্তি বাড়াতে চাইছে। এবং ভারতের জাতীয় কংগ্রেসের বিধায়ক যাতে বেশি করে নির্বাচিত হন তার জন্য সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন সাবেক আম আদমি পার্টির সদস্য ও পাঞ্জাবের আকালি দল বাদলের বিধায়ক শ্রী রজতার সিঙ রাজলা। তাকে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করতে সাহায্য করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চরণজিৎ সিঙ চিন্নুর ও পাঞ্জাবের প্রদেশ নেতৃত্ব। এর ফলে আগামী দিনে পাঞ্জাবের মাটিতে ভারতের জাতীয় কংগ্রেস শক্তিশালী হতে চলেছে তা বলার অপেক্ষা করে না।।