অপরিস্কার হাতের মাধ্যমে অনেক রোগই সংক্রমিত হয়। নিয়মিত হাত ধুয়ে বা পরিস্কার রেখে সংক্রমণ জনিত রোগে মৃত্যুহার ১% এর নিচে কমিয়ে আনা সম্ভব। ১৮৬৫ সালে হাঙ্গেরিয়ান Dr Ignaz Semmelweis এই তত্ত্ব প্রকাশ করলে, তৎকালিন মেডিকেল কমিউনিটি তত্ত্বটি মোটেও গ্রহন করেন নি। তত্ত্বের স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে না পারায় তাকে ব্যাপক উপহাস করা হয়। সহকর্মীদের ক্রমাগত উপহাসে তাঁর কিছুটা নার্ভাল ব্রেক ডাউন দেখা দিলে তাঁকে উন্মাদাগারে পাঠানো হয়। উন্মাদাগারের প্রহরীরা তাকে খুব মারপিট করে। প্রহরীদের লাঠির আঘাত ঠেকানোর চেষ্টাকালে তিনি ডান হাতে অাঘাত পান এবং এর ১৪ দিন পর ১৩ আগষ্ট ১৮৬৫ খ্রিঃ (৪৭ বৎসর বয়সে) তারিখে ডান হাতের গ্যাংগ্রিণ জনিত ক্ষতের ( Gangrenous wound) কারণে মৃত্যুবরণ করেন…
তাঁর মৃত্যুর এক বছরের মধ্যে Hand Hygiene তত্ত্বটি ব্যাপক ভাবে গৃহিত ও সমাদৃত হয়, যথন লুই পাস্তরের Germ Theory প্রকাশিত হয়…!
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।