হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প,প কর্মকর্তা আলহাজ্ব ডাঃ শেখ আকছেদুর রহমানের সভাপতিত্বে ১৯৭৫ সালের এস এস সি ব্যাচ এর পক্ষ থেকে ৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। সংবর্ধীত শিক্ষকরা হলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ একে মুনসুর আহমেদ, মোঃ মোজাহার হোসেন, মোঃ নূর আলী, আলহাজ্ব মোঃ সাইদুর রহমান, শান্তি কুমার সরকার, মোঃ রজব আলী ও মোঃ রমজান আলী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাভারের এনাম মেডিকেলের অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাঃ মোঃ মনিরুজ্জামান, ১৯৭৫ সালের এস এস সি ব্যাচ এর পক্ষে পুরানো দিনের স্মৃতিচারণ করেন এলাকার কৃতি সন্তান খুলনা সিটি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (কার্ডিওলজী) আলহাজ্ব অধ্যাপক ডাঃ এস এম আব্দুল ওহাব। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ১৯৭৫ ব্যাচ এর পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।