গাজী এনামুল হক( লিটন)
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মুনিয়া আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যুতে আটক করা হয়েছে ভ্যান চালককে। পুলিশ সুত্রে জানাযায়, সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে আটককৃত ভ্যান চালাক মোঃ জাকারিয়া শেখ (৪০) কে পিরোজপুর কোর্টে প্রেরন করা হয়।
আটককৃত ভ্যান চালক উপজেলার খোলপটুয়া গ্রামের মৃত্যু মোজাম্মেল হক এর ছেলে মোঃ জাকারিয়া শেখ।
এ ঘটনায় নিহত মুনিয়ার পিতা মোঃ মনির শেখ ইন্দুরকানী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৩, ধারা ৯৫-৯৮-১০৫।
নিহত মনিয়া আক্তার উত্তর চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনীর ছাত্রী ছিলেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি। ভ্যান ও চালককে আটক করা হয়েছে। আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।
উল্লেখ, রোববার সকাল ১০.৩০ এর দিকে উপজেলার চন্ডিপুর-চৌমহনী সড়কে এ দূর্ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানাযায়, মুনিয়া রাস্তার পাশে দাড়িয়ে ছিল এ সময় রাস্তার পূর্ব দিক থেকে একটি গরু আসতে দেখে মনিরা সরে দাড়াতে গেলে ভ্যান চালক দ্রুত গতিতে ভ্যান চালিয়ে এসে ধাক্কা লেগে ভ্যানের নিচে পরে যায়। তখন ভ্যানের চাকা মনিরা আক্তারের গলার উপর দিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় চিকিৎসক মোঃ জসিম এর কাছে নিয়ে গেলে তিনি মনিরাকে মৃত্যু ঘোষণা করেন।