– দৃপ্ত অঙ্গীকার
।। আল ওয়াহিদ ।।
বলেছি তো লিখবো না
কবিতায় কোন দিন ভ্রষ্টের কীর্তন
তাতে যায় যাক প্রাণ হারাবো না সম্মান
করে যাবো আজীবন মানুষের জয়গান।
বলেছিতো শিখবো না
অমানুষদের থেকে ন্যায়- নীতি শিক্ষা
অকৃতজ্ঞদের থেকে সংগ্রামী দীক্ষা
বুঝে নেব অধিকার, চাই না তো ভিক্ষা।
বলেছি তো আঁকবো না
চিত্রপটে কোন স্বৈরাচারীর মুখ
কারো দয়া কৃপা পেতে হবো না উন্মুখ
মানবতার ঢাল বানিয়েছি এই বুক।
বলেছি তো মাখবো না
হারামখোরের পায় তোষামোদের তেল
জালিমের দর্শনে হবো না উদ্বেল
দেশপ্রেমী চেতনার দেখাবো সব খেল।
বলেছি তো থাকবো না
স্বার্থবাদীদের সাথে পাশে আগে-পিছে
চাই নি তো কেটে যাক জীবনটা ভোগে মিছে
সচেষ্ট থাকি তাই কল্যাণ হবে কিসে।
বলেছি তো রাখবো না
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বোধ
প্রতিরোধ গড়ে নেব প্রয়োজনে প্রতিশোধ
ভ্রষ্টকে করবো না ফিরবার অনুরোধ।
বলেছি তো ফিরব না
সুখ-সম্ভোগ পেতে ঘরে আর ততদিন
আর্তের আর্তনাদ থামবে না যতদিন
বুকের রক্ত ঢেলে শুধবো তাদের ঋণ।
বলেছি তো ভীড়ব না
স্বার্থের মধু লোভী মৌমাছিদের দলে
ক্ষমতাই চায় যারা ছলে বলে কৌশলে
বিশ্বাস লুটে যারা ডাহা মিথ্যা বলে।
বলেছি তো মানবো না
ধর্মের নামে কোন অধর্ম-উক্তি
চাই মানবতা পাক শৃংখল -মুক্তি
মানুষ মেনে চলুক ন্যায্যতা যুক্তি।
বলেছি তো আনব না
প্রজন্ম-চেতনায় ভোগবাদী নীতি চাষ
চাইনা তাদের কেউ করুক পরিহাস
কবিতায় রাখলাম শপথের ইতিহাস।