নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাল বাহিনীর প্রধান বীরমুক্তিযুদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদের শোক সভা উপলক্ষ্যে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ উৎসবে মরহুমের নামে সড়কের নামকরনে আশ্বসত্ব করেন নবীনগর পৌর মেয়র এড. শিবশংকর দাস।
শনিবার (২৫/১২/২১) নবীনগর উপজেলা আ.লীগ কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় মরহুমের উপলক্ষ্যে শোক সভা, দোয়া ও শীর্তাতের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রবীন নেটিজেনদের দাবির মুখে মরহুমের নামে সড়কের নামকরনে যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানান মেয়র এড. শিবশংকর দাস।
সাংবাদিক খলিলুর রহমান খলিলের সঞ্চালনায় এড. সুজিত দেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ আ.লীগ নেতা এড, কাজী মোর্শেদ হোসেন কামাল, এড. সুজিত দেব, মেয়র এড. শিব শংকর দাস, সিনিয়র আ.লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রিয় যুবলীগ নেতা আলামীন হক আল আমীন, যুবলীগের সভাপতি শামস আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাকি ও মরহুমের বড় ছেলে খাইরুল আমীন।
এড. কাজী মোশের্দ হোসেন কামাল বীরমুক্তিযুদ্ধা মরহুম গিয়াস উদ্দিন আহমেদের নানা স্মৃতিচারণ করে তার নামে রাস্তার নামকরনে জোরালো দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এনামুল হক, থানা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন, মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু কাউছার,
সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি সঞ্জয় শীল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক সফিকুল ইসলাম, রায়হান মাহমুদ পিয়াস, আলমগীর কবির, আব্দুল্লা আল মামুন, এমডি সাইফুর রহমান রকি, পাবেল মাহমুদ, এমদাদ আহমেদ, শুভ আহমেদ রাজু, আব্দুল্লা আল তোষারসহ অন্যান্যরা।