গাজী এনামুল হক( লিটন) পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী আরিফা আহমেদ অনন্যার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
কলেজের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা সোমবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালন করেন।
২০১৯ সালে পিরোজপুর সিকদার মল্লিক ইউনিয়নের বাসিন্দা ও সৌদী প্রবাসী মনজুরুল ইসলাম সাগরের সঙ্গে আরিফার বিয়ে হয়।বিয়ের পর থেকেই আরিফাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন তার শ্বশুর-শাশুড়ি ও দেবর। তারা চাপ প্রয়োগ করে অনেকবার আরিফার পরিবারের কাছ থেকে অর্থও আদায় করেছেন।
গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শ্বশুরবাড়ির লোকজন আরিফার মা-বাবাকে অসুস্থতার খবর দিলে হাসপাতালে গিয়ে তারা আরিফাকে মৃত দেখতে পান।
মানববন্ধনে আরিফার বোন আসিফা আহমেদ বলেন, ‘আরিফার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আর ওর শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর একেক সময় একেক তথ্য দিচ্ছেন। বিষয়টি সন্দেহজনক।’
কলেজ ছাএ ছাএীদের দাবী, আরিফার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে আমরা কলেজের শিক্ষার্থী আগামীতে কঠিন আন্দোলন গড়ে তুলব।’
শিক্ষার্থীদের এ আন্দোলনে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সভাপতি ইমন চৌধুরী বলেন, ‘আরিফার মৃত্যু রহস্যজনক। এটি সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।’
একই দাবি জানিয়েছে ছাত্রলীগও। তবে আরিফার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আরিফা আত্মহত্যা করেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।।