বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় কাশিপুর থানার পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র, গ্রেপ্তার চার জন।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গতকাল গভীর রাতে গভীর সুন্দর বন এলাকায় বারুইপুর জেলা পুলিশের অধীনে কাশিপুর থানার পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র উদ্ধার করে। এবং এই ঘটনার সাথে যুক্ত কাশিপুর থানার রাধানগর এলাকা থেকে মহম্মদ মনিরুল ইসলাম ও হারোয়া এলাকা থেকে মহম্মদ রহিম মোল্লা এবং মহম্মদ মীর কুদ্দুস মোল্লা এবং মহম্মদ রমজান মোল্লা কে গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্রের সরমজাম উদ্ধার করে। এবং, ৭,এম, এম এবং, ৯,এমএম, আগ্নেয় অস্ত্রের ব্যবহার করার মেশিন উদ্ধার করে। এবং সিমকার্ড ও পাইপ গান মেশিন করার পাইপ উদ্ধার করা হয়। এদের কে আজ বারুইপুর জেলা পুলিশের আদালতে হাজির করা হয় এবং এদের জিগ্গেস বাদ করার জন্য পুলিশের হেফাজতে নেওয়ার জন্য একটি রিট আবেদন করেন কাশিপুর থানার পুলিশ। এবং এদের বিরুদ্ধে কাশিপুর থানা কেস নাম্বার, ৫৫৬/২১, মামলা দায়ের করেন এবং ইউ এস, ৩৩৯/৪০২, এবং আই পি সি, ২৫/২৭, ধারায় আগ্নেয় অস্ত্রের মজুদ করা এবং খারাপ উদ্দেশ্যে নিয়ে জড়ো করার ধারা জারি করে মামলা দায়ের করা হয়েছে।।