হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ওয়েল্ডিং দোকান থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মাইক্রোবাস পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টায় উপজেলার তারালী চৌরাস্তা মোড়ে ঘটেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, উত্তর কালিগঞ্জ তারালী মোড়ে অবস্থিত মতিনের লেদের দোকানে সকাল থেকে সাব্বির এর একটি মাইক্রোবাস মেরামতের কাজ চলছিল। দুপুর ১টার দিকে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিস্ফোরণে হঠাৎ মাইক্রোবাসে আগুন লেগে গেলে আশেপাশে জনতার মাঝে হইচই লেগে যায়। আগুনের লেলিহান শিখায় এলাকায় ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়, আশেপাশে সাধারণ মানুষ দোকান ঘর গুলি নিরাপত্তা হীনতায় দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষনে মাইক্রোবাসটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মতিনের দোকান ঘরের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে কিভাবে আগুনের উৎপত্তি হয়েছে তা সঠিকভাবে স্থানীয়রা কেউ বলতে না পারলেও ফায়ার স্টেশনের চৌকস কর্মীরা আগুন নেভানোর কারণে এলাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে দোকানিরা জানায়। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস মালিক সাব্বিরের বাড়ি কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে।