ইসতিহাক আহমদ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমির আয়োজনে বার্ষিক পরীক্ষার ২০২১ সেশনের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ ঘটিকায় একাডেমীর হলরুমে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সহকারী প্রধান শিক্ষক শাহীন আহমদের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাজহারুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-হেরা একাডেমীর সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, হামিদা আক্তার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেরা একাডেমীর চেয়ারম্যান ফয়সল আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক সুলতান আহমদ খলিল, দৈনিক বাংলাদেশের আলো উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, অভিভাবক রুবেল আহমদ, আব্দুল আজিজ, শফিক উদ্দিন, গিয়াস উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হারুনুর রশিদ, মিজান আহমেদ, নাহিদা আক্তার, নাজমা বেগম, হেপী রানী দাস, শান্তা আক্তার প্রমুখ।
এসময় প্লে-গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক শাহীন আহমদ। কৃতকার্য সকল শিক্ষার্থীদের হাতে ফলাফলের কপি তুলে দেন আল-হেরা একাডেমীর চেয়ারম্যান ফয়সল আহমদসহ অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
একাডেমির চেয়ারম্যান ফয়সল আহমদ বলেন, আমাদের প্রতিষ্ঠান সতেরো বছর অতিবাহিত করেছে। উপজেলার শতভাগ A+ পেয়েছে আল-হেরা একাডেমি। তাছাড়া মহামারি করোনাকালীন সময়ে আমরাই প্রথম অনলাইনে ক্লাস শুরু করেছিলাম। মোবাইল হচ্ছে আমাদের প্রযুক্তির উত্তমমাধ্যম। মোবাইল ফোনের বিষয়ে শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের নিকট সকল বিষয়ে সহযোগিতা কামনা করেন।