দার্জিলিং হিমালয়ান ঘুম রেলওয়ে স্টেশন বরফের চাদরে ঢেকেছে, খুশির হাওয়া পর্যটকদের।। পৃথিবীর বিখ্যাত উচ্ছ রেলওয়ে স্টেশন ওয়ার্ল্ড হেভিওয়েট খ্যাত দার্জিলিং জেলার হিমালয়ের পাদদেশে ঘুম স্টেশন আজ সাতসকালে বরফের চাদরে ঢাকা পড়ছে । সেই সঙ্গে ঘুরতে যাওয়া শত শত পর্যটকদের মধ্যে খুশির হাওয়া বইছে। প্রতিবছরের ন্যায় এই বৎসর ফের স্টেশনের মধ্যে বরফ পড়ে ঢাকা পড়েছে। এই রেলওয়ে স্টেশন পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেশন বলে একে ওয়ার্ল্ড হেভিওয়েট রেলওয়ে স্টেশন নাম দেওয়া হয়েছে ঘুম কে। প্রতিবছর প্রায় হাজার হাজার দেশ ও বিদেশ থেকে পর্যটকদের আগমন ঘটে এখানে। এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই ঘুম রেলওয়ে স্টেশন। । এর পর আরও ঠান্ডা পড়লে পুরো এলাকা বরফের চাদরে ঢাকা পড়ে যাবে। । কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। ।