পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারুইপুর পূর্বের উন্নয়নের কথা তুলে ধরলেন বিধায়ক বিভাস সরদার।। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে বারুইপুর পূর্বের উন্নয়নের দাবি ও আদি গঙ্গা নদীর পাড় ও জলধারা কে সাধারণ মানুষের উন্নয়নের জন্য দাবি করেন বিধায়ক শ্রী বিভাস সরদার। তার এলাকার রাস্তা ঘাট খালবিল ও কালভার্ট এবং গ্রামের সাথে জাতীয় সড়কের মাধ্যমে জুড়ে দেবার জন্য আর্থিক ভাবে সাহায্য করার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেন। এবং স্হানীয় গ্রামীণ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান কে আরও ভালো করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন। বারুইপুর পূর্বের বিভিন্ন যায়গায় ইতিমধ্যেই উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পরিসংখ্যান চিত্র তুলে ধরেন। বারুইপুর পূর্বের তৃনমূল দলের নেতা ও বিধায়ক শ্রী বিভাস সরদার যখন তার বক্তব্য রাখছিলেন তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মনোযোগ সহকারে শুনছিলেন। পরে বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ দেন তারা যেন বারুইপুর পূর্বের উন্নয়নের কাজ যাতে ভালো ভাবে করতে পারেন তার যা যা করার তা যেন করা হয়।।