ইওসি’র পর্যবেক্ষকদের সনদ বিতরণ
ঢাকা ১৭ নভেম্বর ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী ইলেকশন অবজার্ভার কাউন্সিল ইওসি’র প্রশিক্ষনপ্রাপ্ত পর্যবেক্ষকদের সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইলেকশন অবজার্ভার কাউন্সিলের জেনারেল সেক্রেটারী মো: মুনসুর আলী খান। সভাপতিত্ব করেন বিএমএসএফ’র সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
সনদপত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, নির্বাচনকালে সারাদেশে ইওসি’র ৮০ হাজার পর্যবেক্ষক থাকবে। প্রতিটি কেন্দ্রে ২জন করে ইওসি’র পক্ষে প্রতিনিধিত্ব করবেন। ইতিমধ্যে জেলা পর্যায়ে পর্যবেক্ষকদের প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষক হিসাবে মানুষের কল্যাণে প্রতিদিন এর সম্পাদক ও আদর্শ ছাত্র-বন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবির নেওয়াজ রাজকে দ্বায়িত্ব দেওয়ায় কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।