লিয়াকত হোসেন রাজশাহীঃ রাজশাহী চারঘাট উপজেলার মোক্তারপুর নাওদাড়া এলাকায় র্যাব-৫ এর একটি দল অপারেশন পরিচালনা করে ৮৬৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটককৃত আসামি হলো রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনী হাজরাপুকুর ডাবতলা এলাকার মৃত বাবুল চৌধুরীর ছেলে মোঃ সাগর হোসেন (২২)।
ঘটনা সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঘটনাস্থলে মাত্র পৌঁছানো মাত্র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।