হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ২৬তম হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৯ টা হতে উপজেলার মহতপুর গোরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাত কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন প্রতিযোগিতায় উপজেলার মধ্যে ৪৫ টি মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মহতপুর রওজাতুল জান্নাত কারিয়ানা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল খায়ের এর সভাপতিত্বে কোরআন প্রতিযোগিতায় গ্রুপ ভিত্তিক অংশগ্রহণ করেন , ক গ্রুপ ১০ পারা, ধারাবাহিক অনূর্ধ্ব ১২ বছর , খ গ্রুপ ২০ পারা ধারাবাহিক অনূর্ধ্ব ১৫ বছর, গ গ্রুপ ৩০ পারা অনূর্ধ্ব ১৮ বছর, ঘ গ্রুপ ছিগারল হফফাজ হাফেজ অনূর্ধ্ব ১০ বছর, ঙ গ্রুপ পাঁচ পারা ধারাবাহিক অনন্ত ১০ বছর ।বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কালিগঞ্জ শাখার সভাপতি ও রওজাতুল জান্নাত কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যাক্ষ হাফেজ মোঃ শফিকুল ইসলাম, হাফেজ এমদাদুল হক, হাফেজ আমানুল্লাহ, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা ইলিয়াস আলী প্রমুখ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার সহ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় থানাভিত্তিক সকল গ্রুপ থেকে বাছাইকৃত সাতজন জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।