পিরোজপুর জেলা কাউখালী উপজেলার কচুয়াকাঠী গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার (১১জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে,
শিশুটির নাম ইকরা,সে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের গোফরান খানের ছেলে।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শিশুটি তার মায়ের সঙ্গে নানা আব্দুল মন্নান খানের কচুয়াকাঠী গ্রামে বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নানা বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।
এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুব্রত কর্মকার বলেন শিশুটিকে মৃত্যু অবস্থায় পেয়েছি,