সম্মানিত চুয়াডাঙ্গাবাসি,
প্রায় আড়াই বছর আপনাদের সাথে কাটিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে আজ সকলের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিচ্ছি। আমার দায়িত্ব পালনের সময় চুয়াডাঙ্গার সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়েছি সর্বাত্মক সহযোগিতা এবং অফুরন্ত ভালোবাসা। জেলা প্রশাসনসহ জেলার সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় সরকারের সিদ্ধান্ত সমূহ সুচারুরূপে বাস্তবায়নের চেষ্টা করেছি। করোনা মহামারী মোকাবেলায় সকলের সহযোগিতা ছিল অবর্ণনীয়। চুয়াডাঙ্গা জেলার মানুষের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। সকলের অকৃত্রিম ভালোবাসা পেয়ে আমি মনেপ্রাণে চুয়াডাঙ্গার ই একজন হয়ে উঠেছিলাম, যা আমাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে অনুপ্রাণিত করে–
“মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক।”
আপনাদের কাছ থেকে পাওয়া ভালোবাসার ঋণ কখনোই শোধ হওয়ার নয়, ভালোবাসার এ অনুপ্রেরণা নিয়ে যেন আগামী দিনগুলোতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি এজন্য সকলের দোয়া প্রত্যাশী। আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা। কবিগুরুর ভাষাতেই বিদায় নিতে চাই–
“পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায়
হে বন্ধু বিদায়”।
ধন্যবাদান্তে,
মোঃ নজরুল ইসলাম সরকার
জেলা প্রশাসকও জেলা ম্যাজিস্ট্রেট
চুয়াডাঙ্গা।