লিয়াকত হোসেন রাজশাহীঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে শুক্রবার বিকেল ৪টায় কৌটাপুকুর মোড়ে এলাকাবাসীর সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভাচুর্য়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রায় তিন হাজার কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান আছে। প্রতিটি ওয়ার্ডে সড়ক, ড্রেনসহ নানা অবকাঠামো উন্নয়ন কাজ চলমান রয়েছে।নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের পর আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণ হতে যাচ্ছে। আগামী বছরের জুন মাসের মধ্যে নগরী উন্নয়নের ক্ষেত্রে নতুন একটি মাত্রা পাবে।
মতবিনিময় সভাপতির বক্তব্যে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘১৯নং ওয়ার্ডের উন্নয়নে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ১৯নং ওয়ার্ডে রাস্তা, ড্রেন সহ ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। অত্র ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯নং ওয়ার্ড দিয়ে যাওয়া আলিফ লাম মিম ভাটার মোড় হতে বিহাস পর্যন্ত সড়কে দৃষ্টিনন্দন সড়কবাতি লাগানো হয়েছে। প্রশস্ত সড়কের কারণে অত্র এলাকার আর্থ-সামাজিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র ও আমার সাথে থাকার আহ্বান জানাচ্ছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ টুকু, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মো হাসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী, শাহ মখদুম থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মিন্টু,মহানগর যুবলীগ সহ সভাপতি মো মোখলেসুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা মো আজাহার আলী,বীর মুক্তিযোদ্ধা খাজা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো শওওকত হোসেন বিস,,হাসেন আলী মোল্লা, আলমগীর মোল্লা, মো আজাহার আলী, যুবলীগ নেতা নয়ন শেখ, শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো রায়হান, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ভুট্টু খালাসি, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু শাহিন রেজা,জোৎস্না আরা, মো জয়নুদ্দিন প্রমুখ।