মনিরুজ্জামান মহসিনঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শরীফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
১৫ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪ টায় নলতা শরীফ প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অফিস রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেল্থ ফাউন্ডেশনের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপী, উপদেষ্টা ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক খোকন, উপদেষ্টা ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, উপদেষ্টা ও কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, সংগঠনের সহ-সভাপতি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারীয়ার, যুগ্ম-সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ ও সাবেক সেনা সদস্য মো. জাহাঙ্গীর কবির, নির্বাহী সদস্য এম এ মামুন,জি এম মনির আহছান, সদস্য রবিউল ইসলাম, মো. মাহাবুর রহমান শিক্ষক এবং সংবাদকর্মী আবু রায়হান, শাফিন আহমেদ, ওলিদ হোসেন, জিহান প্রমূখ।
আলোচনার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের সুবিধাজনক দিনে শ্যামনগর উপজেলার কোনো এক আকর্ষনীয় স্থানে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে বার্ষিক বনভোজন সহ নানা সিদ্ধান্ত গ্রহণ শেষে নলতা শরীফ প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।