ফেরদৌস সিহানুক শান্তঃ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নজরুল ও রবিন্দ্রনাথ ঠাকুরের কবিতা গেয়ে শোনালেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) এ কে এম গালিভ খান।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিসি গালিভ খান।
মতবিনিময়ের প্রথমে নবাগত জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের পরিচয় জানতে চান। এ সময়ে তিনি জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোকপাত করেন। সাংবাদিকরা জেলায় উৎপাদিত আম, ময়লা আবর্জনা, ভুমিদখল, আবাদি জমিতে পুকুর খনন, মাদক ও বাল্যবিবাহের বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেল প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল হোদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আলমগির কবির কামাল, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, সাধারণ সম্পাদক কামাল শুকরানা, মডেল প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ও জেলা স্বাধিন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরীসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
ফেরদৌস সিহানুক শান্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬-০১-২২ইং
০১৭৫৮৩৫৪২৭১