সাতক্ষীরা-৩ দেবহাটা উপজেলার পাঁচটি, আশাশুনির ১১টি ও কালীগঞ্জের (একাংশ) চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেলেন এলাকাবাসীর দুই প্রাণপ্রিয় মুখ।
বর্তমান এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক আওয়ামী লীগ থেকে তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন। অন্যদিকে বিএনপি থেকে প্রথমবারের মতো মনোনয়ন পেলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি ডা. শহিদুল আলম।
দেবহাটা উপজেলার পাঁচটি, আশাশুনির ১১টি ও কালীগঞ্জের (একাংশ) চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে গত দু’বারের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
দীর্ঘদিনের প্রত্যাষিত ও বরাবরের মতো জোটের প্রার্থী থেকে ফিরে প্রথম বিএনপি থেকে মনোনয়ন পেলেন দীর্ঘদিনের বিএনপি রাজনীতিবীদ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহসভাপতি ডা. শহিদুল আলম।
দুইজন’ই পেশায় ডাক্তার ও হজরত শাহছুফী আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (রঃ ) এর আশির্বাদপুষ্ট। এলাকাবাসীর ভালবাসায় সিক্ত দুই মেরুর দুই রাজনীতিবীদ। সকল রক্তারক্তি, হানাহানি পরিহার করে পূর্বের ন্যায় মানুষের পাশে থেকে কাজ করবেন এই আশা এলাকাবাসীর।