রেজাউল ইসলাম,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর মঠবাড়িয়ায় মৎস্যজীবীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ বুধবার (১৯ জানুয়ারী) শেষ হয়েছে। চাষীদের মৎস্য চাষে গুণগতমান ও সমৃদ্ধি করার লক্ষে গত সোমবার থেকে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলার ২৫ জন মৎস্যজীব কে প্রশিক্ষণ দিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মেরিন ফিসারিজ কর্মকর্তা নাছরিন বানু, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অলিউর রহমান জানান, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টে এর আওতায় “মেরিকালচার এবং উপকূলীয় জলজ চাষ” বিষয়ক মৎস্যজীবীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর ফলে চাষীরা মৎস্য চাষে গুণগতমান ও সমৃদ্ধি করার সহায়ক হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন।