মোঃ জাকির হোসেনঃ মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১জানুয়ারী) বড়লেখা থানার এএসআই এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানার গোপালপুর থেকে জিআর মামলার পরোয়ানাভূক্ত আসামী নাসিম আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নাসিম আহমেদ বড়লেখা থানার গোপালপুর গ্রামের মঈনুল ইসলামের ছেলে।
বড়লেখা থানার ইন্সপেক্টর তদন্ত জনাব রতন চন্দ্র দেবনাথ বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।