গাজী এনামুল হক( লিটন)
স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার সন্ধা ৬: ০০ ঘটিকায় পিরোজপুর শহিদ ওমর ফারুক রোডে ( মেইনরোডে) অবস্হিত জেলা দলীয় কার্যালয়ে পিরোজপুর পৌর কৃষকলীগের পরিচিতি ,মতবিনিময় ও অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১/ ০১/ ২০২২ খ্রি: সন্ধা ৬ :: ৩০ ঘটিকায় পিরোজপুর দলীয় কার্যালয়ে পৌরসভার ০৯টি ওয়ার্ডের কৃষকলীগের নেতা কর্মী সভাপতি সম্পাদকদের নিয়ে কৃষকলীগের পৌর কমিটির পরিচিতি,মতবিনিময় ও অনুমোদন সভা অনুষ্ঠীত হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সহ – দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন ( সানু),র সভাপতিত্বে অধ্যাপক হুমায়ুন কবির তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ঢাকা হাইকোর্টের এপিপি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসীমউদ্দীন । বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন পিরোজপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. দিলী কুমার মাঝী, পিরোজপুর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড . সাইদুরমান (টিটো) মো: ওয়াহিদুল ইসলাম ,এ্যাড. লুভনা জাহান ।
এ্যাড . মিজানুর রহমান ,মো: নজরুল ইসলাম , এছাড়াও আরো বক্তব্য রাখেন ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ – যথাক্রমে মো: আব্দুল্লা আল মামুন, আব্দুস সামাদ, মো: সেলিম মোল্লা, মো: টিটু,ডা:সুজন সাজু, মো: আব্দুল জলিল, মো: বাহাদুর সেখ, খলিলুর রহমান ,সম্পাদক মো: আব্দুর রসিদ সেখ ,মো: মনিরুজ্জামান সেখ ,মো : শামীম, সাংগঠনিক সম্পাদক বিনয় কর্মকার, রতন বিশ্বাস, সিরাজউদ্দীন সিরাজ ।
এ সময়ে প্রধান অতিথির আলোচনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আর কি চাওয়ার আছে ? সবইতো দিয়েছেন ,কৃষকদের ১০ টাকায় এ্যাকাউন্ট, বীজ, সার, কলের লাঙ্গল, হালের বলদ, স্বল্প সুদে কৃষিঋন সহ বিভিন্ন ধরনের কৃষিসামগ্রী। ১লা জানুয়ারী এ দেশের স্টুডেন্টদের জন্য ৪০ কোটি বই প্রদান করেন যা পৃথিবীর অন্য কোন দেশ করতে পারে নি। মায়েদের জন্য গর্ভবতী ভাতা, বিধবাভাতা, বয়স্কভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, মেয়েদের এইচ,এস,সি পর্যন্ত ফ্রি লেখাপড় সহ ৪০ ধরনের সুযোগ সুবিদা প্রদান করা জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কে করছেন ? আসুন আমরা সবাই কৃষকলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হই এবং সংগঠনকে শক্তিশালী করি।
জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান ( টিটো) বলেন, কৃষকদের মর্যাদা বৃদ্ধি করার জন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি মন্ত্রনালয় এর অধীন জেলা ধানক্রয় কমিটিতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষকদেরও অন্তর্ভুক্তি করেছেন। আমরা পিরোপুরের কৃষকলীগ এ,কে,এম,এ আউয়াল ও জননন্দিত পৌরমেয়র আলহাজ্জ হাবিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, যে কোন প্রোগ্রাম আমরা নেতা কর্মীদের নিয়ে যে কোন মুহুর্তে করতে প্রস্তুত আছি। কৃষকলীগকে আর পিছে ফিরে যেতে হবে না। সন্ধা ৬: ৩০ মি: সভা আরম্ভ হয়ে রাত ৯: ০০ টায় শেষ হয় ।
পরিশেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী মার্চ ২০ ২২ খ্রি: এর মধ্যে পৌর সম্মেলন করার জন্য নির্দেশনা প্রদান করেন ।