ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। প্রচন্ড কনকনে শীত ও ঠাণ্ডায় এবার পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ডাল লেক বরফে জমে গেছে। এই ডাল লেক দেখতে প্রতিবছর হাজার হাজার মানুষ হাজির হন জম্মু ও কাশ্মীরের এই ডাল লেক এলাকায়। এখানে এতটাই বরফ জমেছে যে বরফ সরাতে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের হাত লাগাতে হচ্ছে। বহু রাস্তা ঘাট বরফের চাদরে মুড়ে গেছে। কোথাও ঠান্ডা পড়েছে মাইনাস, ১৪,ডিগ্রি, সেলসিয়াস এর নীচে। বহু মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না কনকনে শীত ও ঠান্ডার কারণে। কোথাও জাতীয় সড়কের ওপর ও পাশে বরফ পড়ে আছে। কোথাও বাড়ীর ছাদে বরফের চাদরে মুড়ে গেছে। তার উপর মিস্টি রোদ ঝলমলে হয়ে উঠেছে যা দেখার মতো। তবে কঠোর নিরাপত্তা ও কোভিড করোনা বিধিনিষেধ মেনে বহু মানুষ ডাল লেক এর এই মনোরম পরিবেশ ও দৃশ্য দেখতে ছুটে আসছে।।