ময়মনসিংহের ফুলপুরে বাবা আব্দুল জলিল মরদেহ দেখে অজ্ঞান হয়ে পরে ছেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যায় জুলমত আকন্দ (৩০)।
উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মিসকিপাড়া গাইরা গ্রামে দ্বিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয় গ্রাম সরকার ছিলেন। ছেলে জুলমত মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি বিয়ে করতে মাত্র ১৮দিন হলো তিনি দেশে এসেছিলেন।
রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন আব্দুল জলিল আকন্দ হটাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে জুলমত বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মো. রুকনুজ্জামান আরও বলেন, জুলমত বিদেশে থাকতেন। সম্প্রতি তিনি বিয়ে করার জন্য দেশে আসেন। জুলমত দেশে আসার পর কনে দেখে বিয়ে ঠিক হয়েছিল। আজই তার কাবিন করানোর কথা ছিল। কিন্তু, বিয়ের ঘন্টা আগে বাবা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আস।