হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুবিধা বঞ্চিত শীতার্থদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে কম্বল বিতারণ করেন কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হতে প্রাপ্ত শীতার্থদের কম্বল বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের বিতরণের পাশাপাশি সংকুলন না হওয়া এবং বাদ পড়া অসচ্ছল ও শীতার্থ ছিন্নমূল পরিবারের মধ্যে বাছাই করে বিতরণ করা হচ্ছে। কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর নির্দেশনায় উপজেলা করোনা এক্সপার্ট টিম এর এডমিন প্রভাষক সেলিম শাহারিয়ার এর তদারকীতে অসহায়, হতদরিদ্র, সুবিধাবর্ঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র পৌছে দেওয়া হয়েছে। উপজেলার ১২ টি ইউনিয়নের ১শ ৮ টি ওয়ার্ডের মধ্য থেকে খুঁজে খুঁজে ২শ ৬০ জনকে কম্বল দেওয়া হয়। এর মধ্যে বিষ্ণপুর করোনা এক্সপার্ট টিম নিজেদের উদ্যেগে ২০টি কম্বল ক্রয় করে বিতারণ করেন। করোনা এক্সপার্ট টিমের প্রত্যেকটি ইউনিয়ন শাখার চৌকস সদস্যদের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এপ্রতিবেদক কে বলেন “ সম্প্রতি করোনা ভাইরাস থেকে সচেতন করার জন্য কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম প্রশাসনের কার্যক্রম বাস্তবায়নে উপজেলায় স্বেচ্ছ্বাসেবক হিসাবে কাজ করছে। তারা বিনা পারিশ্রমে মানবিক বিষয় বিবেচনায় নিয়ে স্বচ্ছতা ও সুন্দর ভাবে কাজ করে। তাদের কার্যক্রম খুবই প্রসংশিত, আমি তাদের দ্বারা এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে সাতক্ষীরার মান্যবর ডিসি মহোদয় হুমায়ুন কবির স্যারের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হতে প্রাপ্ত শীতার্থদের কম্বল বিভিন্ন ইউনিয়নের বাদ পড়া মানুষের মাঝে পৌঁচ্ছে দিয়েছি। আমরা টিমের কাজে সন্তুষ্ট তারা প্রতিটি কাজ আমার নির্দেশনায় পরিকল্পিত ভাবে করে থাকে”। কালিগঞ্জ উপজেলায় ১২টি ইউনিয়নে ১২টি ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম আছে, এ টিমের সদস্য প্রতিটি গ্রমে সুবিধা বঞ্চিতদের বিশেষ করে শীতার্থদের শীত বস্ত্র প্রদানে কাজ করে চলেছে । ইতিমধ্যে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম এলাকার সকল মানুষের কাছে প্রশাংসা কুড়িয়েছে। কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে চলুন সরাসরি দেখে আসি। বিষ্ণপুর থেকে ভিডিও চিত্র ধারন ও কার্যক্রম তুলে ধরছেন সহকর্মী মোঃ হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সদস্য কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম।