বৃহস্পতিবার, ০৭ Jul ২০২২, ০৪:২২ অপরাহ্ন
হঠাৎ একদিন দেখা ও পরিচয়
একটু একটু করে ভালবাসা
তোমার চলার পথে চেয়ে চেয়ে
থেকেছি অপলক দৃষ্টিতে
বুঝতে দেয়নি আমি তোমাকে
ওগো কত যে ভালবাসি
কখনোও বলবোনা ভালবাসি হৃদয় ডাকছে বারবার যেনো তোমার কাছে আসি শুধু
আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ চোখ কি বলে তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি
আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো একবার তোমায় মনখুলে দেখি শুধু কান দিয়ে নিরবে আমার কথাগুলো শুনো শ্রুতি কেমন কন্ঠ কি বলে শুধু তোমাকে নিয়ে
তবুও ভালবেসে যাব এমন,,,,,,,,,
লেখকঃ মানুষের কল্যাণে প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ‘এম হাফিজুর রহমান শিমুল’।