বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন
সাতক্ষীরা সদরের কুশখালি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ১ চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক চোরাকারবারি কুশখালি মাঝের পাড়ার কাওছার আলীর ছেলে নাঈম হোসেন (২৪)।
শনিবার দিবাগত গভীর রাতে নাঈম হোসেনের নিজ বাড়ি থেকে মাদক বিক্রির সময় আটক করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মিনহাজ উদ্দিন, এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। সে চিহ্নিত মাদক চোরাকারবারি। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
আটককৃত আসামিকে নিয়মিত মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। ——