বৃহস্পতিবার, ০৭ Jul ২০২২, ০৭:৪৫ অপরাহ্ন
গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের কাউখালীতে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৫ টি ইউনিয়নের ৯৫জন হতদরিদ্র বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষে ১ টি করে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরন করা হয়েছে ।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অধিন জেলা পরিষদ কর্তক বেকার যুবক ও যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য মহিলা বিশেষ করে বিত্তহীনদের জন্য এ প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য আমরা সর্বদা প্রস্তুুত ও জাগ্রত আছি । বাংলাদেশে কেউ থাকবেনা অনাহারী এ জন্যই আমরা কাজ করে যাচ্ছি ।