গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা শহরের দক্ষিনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সন্মুখে মধ্যরাস্তা থেকে ১ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদূর রহমান পিপিএম, এর নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে অদ্য ৩১/০১/২২ তারিখ আনুমানিক সন্ধা ০৭ঃ০০ ঘটিকায় পিরোজপুর সদর থানাধীন পৌর শহরের মধ্য রাস্তার সেলিম শেখের বাড়ীর পশ্চিম উত্তর পাশে মাঠের মধ্যে ডিবি পিরোজপুরে কর্মরত অফিসার ফোর্সেস বাহিনী বিশেষ অভিযান চালাইয়া ১ (এক) কেজি মাদক জাতিয় গাজাঁ সহ আসামি ১।মোঃ নয়ন সেখ (২৮) পিং তৌহিদ সেখ (২৫) সাং দক্ষিন নামাজপুর থানা ও জেলা পিরোজপুরকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও একজন মাদক ব্যবসাী রয়েছে বলে জানা যায় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।