কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কলকাতা ট্রাফিক পুলিশের নতুন আইন অনুযায়ী ট্রাফিক আইন ভঙ্গ করলে দিতে হবে মোটা জরিমানা। এক দুই শত টাকা নয়। নয়নয় করে সিগন্যাল ফেলে দিতে হবে, ৫০০,শত, টাকা। এবং লাইসেন্স এগ্রিমেন্ট ফেলে দিতে হবে প্রায়, ১০০০০,টাকা, পযন্ত। যা নিয়ে পশ্চিম বাংলার পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত প্রায় হাজার হাজার মানুষের মাথায় হাত পড়েছে । সেই নিত্যদিনের মতো কলকাতা পুলিশের ঝামেলার হাত থেকে বাচতে দিতে হয় নানা ধরনের জরিমানা। এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ কলকাতার ভবানীপুর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে ভারতের বামফ্রন্টের শ্রমিক পরিবহন সংগঠন সি আই টি ইউ ইউনিয়নের পক্ষ থেকে। এই ভবানীপুর কেন্দ্র কে বেছে নেবার কারণ এই কেন্দ্র থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে এবং এই কেন্দ্রের কালিঘাটে তার বাড়ি। আজকের এই প্রতিবাদ সভা থেকে দাবি করা হয় যে অবিলম্বে এই ট্রাফিক আইন প্রত্যাহার করে নিতে হবে। এবং পরিবহন ব্যবস্থা সাথে যুক্ত ড্রাইভার ও হেলপার দের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বামফ্রন্টের শ্রমিক শ্রেণীর নেতা এবং সাবেক ভারতের পার্লামেন্টের সদস্য কমরেড শ্রী অনাধী কুমার সাহু ও সিটুর বিশিষ্ট নেতৃত্ব।।