বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
কালিগঞ্জের মৌতলা বাজার সড়কে কংক্রীট ঢালাইয়ে ফাঁটল ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের ক্ষোভ

কালিগঞ্জের মৌতলা বাজার সড়কে কংক্রীট ঢালাইয়ে ফাঁটল ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের ক্ষোভ

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা বাজার সড়কের কংক্রীট ঢালাইয়ের ফাঁটল দেখা দেওয়ায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উদ্ধতন কতৃপক্ষ সরেজমিন পরিদর্শনের পরেই তড়িঘড়ি করে ঠিকাদারী প্রতিষ্ঠান সিমেন্টগোলা দিয়ে ফাঁটলস্থান ঢাকার চেষ্টা।
সরেজমিন সুত্রে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড হতে বাজার পর্যন্ত ৬শ মিটার সড়ক প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে কঙ্ক্রীট ঢালাইয়ে বরাদ্ধ হয়। ওটিক টেকনো কোঃ লিঃ ঢালাই কাজের প্রকল্পটি পায়। দীর্ঘ প্রায় ১ বছর কাজ না করার ফলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথযাত্রীগন ব্যাপক ভোগান্তিতে পড়ে। একপর্যায়ে চলতি বছরের শুরুতে সড়কের ঢালাই কাজ শুরু করে। এবং গত ১ লা ফেব্রুয়ারী বরাদ্ধকৃত সড়কের অর্ধেক ঢালাই দেন। তবে ঢালাইয়ের দুইদিনের মাথায় ১০/১২ যায়গায় ছোট বড় ফাঁটল দেখা দিয়েছে। তাছাড়া সড়কজুড়ে যেনো যোগাখিচুড়ী অবস্থা দৃশ্যমান। যথাযথ তদারকী ও দক্ষ জনবল দিয়ে কাজ না করাসহ বিভিন্ন অভিযোগ করেছেন মৌতলা বাজার কমিটির সভাপতি জিল্লুর রহমান, সেক্রেটারী কাজী ফয়সাল বিদ্যুৎ, মৌতলা কাঁচা বাজার সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামু এবং ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। এসকল অভিযোগের আংশিক শিকার করেছেন কঙ্ক্রীট ঢালাই কাজের সুপার ভাইজার মুন্সিগঞ্জ এলাকার হাফিজ। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এর সাথে কথা হলে তিনি জানান, ঢালাইয়ে অতিরিক্ত সিমেন্ট দেওয়া ও যথাযথ পানি সরবারহ না করার কারণে কয়েকটি স্থানে ফাঁটল হয়েছে। বিষয়টি আমি দেখে সিমেন্টগলা দিতে বলেছি এবং আমি কাজের যথাযথ তদারকী করছি এবং ইঞ্জিঃ জাহাঙ্গীর আলমকে সর্বক্ষন তদারকী করার জন্য নির্দেশ দিয়েছি। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন সাতক্ষীরা জেলার মধ্যে অতি ব্যস্ততম বাজার মৌতলা কাঁচা বাজার। প্রতিদিন ৪০/৫০টি ট্রাক কাঁচামাল লোড আনলোড হয়ে থাকে। একাজটি অনেক ভাল মানের হওয়ার দরকার ছিল কিন্তু উপজেলা প্রকৌশলীর উদাসীনতার কারণে আমরা কালিগঞ্জবাসী ক্ষতিগ্রস্থ হচ্ছি।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com