মাসুদ রানা:করোনা সিচুয়েশনে বাংলাদেশের সব ব্যবসা বাণিজ্য যখন বন্ধ।তখন অনলাইন কেনাকাটা বিশেষ গুরুপৃণ ভৃমিকা পালন করে।এর মাঝে স্কুল কলেজ পড়ুয়া ও ঘরে বসে থাকা নারী ও মেধাবী তরুণরা অনলাইনে মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা একমাএ পথ বেচে নিন।।
এর মাঝে পাবনার বেড়া উপজেলার ছেলে নয়ন এবং চাটমোহরের মেয়ে রিতু বাংলাদেশের জনপ্রিয় ফেসবুক গ্রুপ উইমেন এন্ড ই- কমাস ট্রাস্ট (উই) এর অনলাইন প্লাটফর্মের মাধ্যমে পরিচয়। তাদের অনলাইন পরিচয়ে দেখা করার সুযোগ না হলে ও করোনা সিচুয়েশন একটু স্বাভাবিক হলে পাবনা উই টিমের প্রতিনিধি রিমা পারভীন এর মাধ্যমে উদ্যোগতা পরিচিতি মিটিংয়ে নয়ন ও রিতু প্রথম সামনা সামনি পরিচয় হয়।
মানুষের কল্যাণে প্রতিদিন পএিকার এর পাবনা প্রতিনিধি মাসুদ রানা, নয়নের কাছে রিতু সম্পকে জানতে চাইলে বলেন অনলাইনে দেখে যতটা ভাললেগেছিলো তাকে সামনা সামনি দেখে সবকিছুতেই বেশি ভাল লেগেছিলো। রিতু নয়নের সম্পকে তেমনটাই ভাবনা তৈরি হয়েছিলো।
সেই ভাললাগা থেকে আমরা দুইজন দুইজনে বাসায় অভিভাবকে মাধমে বিয়ের প্রস্তাব পাঠাই এবং অল্পদিনের মাধমে বাসার সবাই বিয়ের প্রস্তাব মেনেনিয়ে দুই পরিবারের মাধ্যমে কথাবার্তা শুরু হয় ও বিয়ের দিনধার করা হয় ২ফ্রেবায়ারি ২০২২।
২০২২ সালে ডিম্বেবর মাসে উই এর মাসিক মিটিং এ
নয়ন ও রিতুর প্রথমে উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপুর প্রতি সালাম ও উই পরিবারে সবার প্রতি অফুরন্ত ভালবাসা জানান। কারণ সুন্দর এই অনলাইন প্লাটফর্মের পরিচয়ে আজ আমরা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি তাই আপনেদের সবার প্রতি কৃতঙ্গতা জানাই। পরিশেষে মিটিং য়ে উপস্হিত সকল উদ্যোগতাদের ২ফ্রেবায়ারি ২০২২সালে প্রতিনিধি রিমা আপুর মাধ্যমে দাওয়াত কবুল করার আহবান জানান।
২ফ্রেবায়ারি ২০২২ পাবনার অনলাইন উদ্যোতাগণ তাদের ঝাকঝমক পৃণ বিয়েতে পাবনা চাটমোচরের রিতুর বাসায় অবস্হান করেন এবং তাদের জন্য দোয়া ও শুভ কামনা জানান।এবং পাবনা উইটিম ছেলে আগামীকাল নয়নের পাবনার বেড়াতে যাবে বলে জানাইছেন।