কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কয়েক দিন আগে ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, ভারতের মহারাষ্ট্র ও তামিলনাড়ু এবং গুজরাট ও রাজস্থান মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সহ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারি থেকে হাল্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আজ সকালে যখন ছোট ছোট বাচ্চারা ইস্কুল মুখী ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টির ধারা নামল কলকাতার বুকে। যার ফলে বহু যায়গায় জল জমে যায়। এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে থেকে যানজট নিরসন করার ব্যবস্থা করছে। এই বৃষ্টি পশ্চিম বাংলার জলপাইগুড়ি ও মালদহ দিনাজপুর জেলা পুরুলিয়া জেলা ও দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার বহু যায়গায় হয়েছে বলে জানা গেছে। এই বৃষ্টির উপর নির্ভর করে আবার ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজকের বৃষ্টির কারণে বহু অফিস যাত্রী ও ইস্কুল এবং কলেজ যাত্রীরা নাজেহাল হয়। তবে কলকাতা পৌরসভার বিভিন্ন যায়গায় আগের মতো জল দাড়ায় নি। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের।।