বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ইচ্ছা করলে খালেদা জিয়ার সময় মন্ত্রী হতে পারতাম : কাদের সিদ্দিকী তুই কথা।। মানুষের কল্যাণে প্রতিদিন নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক কালিগঞ্জ প্রেসক্লাবের ৪০বছর পূর্তিতে র‌্যালী, গুণীজন সন্মননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কেক কেটে ‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং শুরু ইবিতে মেসডার নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠিত  সাতক্ষীরা সরকারি কলেজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জন্মস্থান না’হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি- পারভীন সুলতানা মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা যিনি দিতি নামে বেশি পরিচিত গড়েয়া হাট ব্রাক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে ক্রেষ্ট বিতরণ প্রযুক্তির উন্নয়নের ফলে দুনিয়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে
আজ সাতসকালে কলকাতায় নামল বৃষ্টির ধারা, বহু যায়গায় যানজট।

আজ সাতসকালে কলকাতায় নামল বৃষ্টির ধারা, বহু যায়গায় যানজট।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
কয়েক দিন আগে ভারতের দিল্লির মৌসুম ভবন থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে, ভারতের মহারাষ্ট্র ও তামিলনাড়ু এবং গুজরাট ও রাজস্থান মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সহ পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারি থেকে হাল্কা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আজ সকালে যখন ছোট ছোট বাচ্চারা ইস্কুল মুখী ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টির ধারা নামল কলকাতার বুকে। যার ফলে বহু যায়গায় জল জমে যায়। এবং ব্যপক যানজটের সৃষ্টি হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে থেকে যানজট নিরসন করার ব্যবস্থা করছে। এই বৃষ্টি পশ্চিম বাংলার জলপাইগুড়ি ও মালদহ দিনাজপুর জেলা পুরুলিয়া জেলা ও দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর জেলার বহু যায়গায় হয়েছে বলে জানা গেছে। এই বৃষ্টির উপর নির্ভর করে আবার ঠান্ডা পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজকের বৃষ্টির কারণে বহু অফিস যাত্রী ও ইস্কুল এবং কলেজ যাত্রীরা নাজেহাল হয়। তবে কলকাতা পৌরসভার বিভিন্ন যায়গায় আগের মতো জল দাড়ায় নি। পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবর দের।।

Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com