ভারতের আর এস এস সদরদপ্তরে জইশ ই মহম্মদ জঙ্গি হামলার চেষ্টা ব্যর্থ করে দিল এ টি এস ফোর্স।।
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। ভারতের মহারাষ্ট্র রাজ্যের পূনাতে বিশ্ব হিন্দু পরিষদের সদর দপ্তর আর এস এস ঘাটি কে উঠিয়ে দেবার শেষ চেষ্টা ব্যর্থ করে দিল মহারাষ্ট্র রাজ্যের গোয়েন্দা সংস্থা এ এস টি ফোর্স। সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীর থেকে জইশ ই মহম্মদের এক নেতা কে গ্রেফতার করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এ এস টি ডি আই জি। কিছুদিন আগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এর এস এস এর সদর দপ্তর পূনাতে রেইকি করে যান ধৃত জইশ ই মহম্মদ সদস্য রইস আহমেদ শেখ। যার ফলে বড়সড় জঙ্গি হামলার শিকার হতে পারতো বিশ্ব হিন্দু পরিষদের এই ঘাটিতে। ধৃত জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ ভারতের জম্মু ও কাশ্মীরে সক্রিয় এবং ওখানে ওরা জম্মু ও কাশ্মীর কে ভারতের হাত থেকে সম্পূর্ণ ভাবে আজাদ করার জন্য লড়াই করে যাচ্ছে। সেই সাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে এই জঙ্গি সংগঠন। এদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। জইশ ই মহম্মদের জঙ্গিরা পাকিস্তান ও চিনের সাহায্য নিয়ে ভারতের বিরুদ্ধে নাশকতা চালিয়ে যাচ্ছে ভারতে ক্ষতি করার জন্য। তবে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবারই তাদের পরিকল্পনা কে বানচাল করে দিয়েছে।।