আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি :
বাহরাইন সিভিল এভিয়েশনের ঘোষনা অনুযায়ী ৪ ফেব্রুয়ারী থেকে বাহরাইন এয়ারপোর্টে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের জন্য আগমনের পুর্বে করোনা টেস্ট করার প্রয়োজন নেই।
অর্থাৎ দেশ থেকে আসার ক্ষেত্রে দেশে করোনা টেস্ট না করলেও চলবে। (তবে এক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টের রিকোয়ারমেন্ট থাকলে করোনা টেস্ট করে এয়ারপোর্টে যেতে হবে)
তবে বাহরাইন এয়ারপোর্টে অবতরনের পর ১২ দিনার পরিশোধ করে অন-এরাইভেল টেস্ট করতে হবে।
এবং অন্যান্য নিয়মাবলী পূর্বের ন্যায় বলবৎ থাকবে।