গাজী এনামুল হক (লিটন) ,স্টাফ রিপোর্টারঃ
মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালীর আত্মত্যাগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন পিরোজপুরের কাউখালীর ষাটোর্ধ আব্দুল লতিফ খসরু। আর তিনি এ কাজ শুরু করেছেন একেবারে সপ্রোণোদিত হয়েই।
ভাষার মাস এলেই তিনি এ ধরণের উদ্দ্যোগ নিয়ে থাকেন। প্রতি বছরের মতো ভাষার মাস উপলক্ষ্যে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্যোগে শনিবার কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহিদদের জীবনকথা নামক দুই খানা বই তুলে দেন ভাষার ইতিহাস সংরক্ষণকারী ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু।
এ সময় একাদশ ও দ্বাদশ শ্রেণিসহ বিভিন্ন শেণির কমপক্ষে ২০জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ভাষার ইতিহাস নিয়ে বই পেয়ে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিমুল হাসান অর্নব বলেন, আজ খসরু কাকায় আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা আন্দোলনের ৫জন শহীদদের জীবন কথা নামক দুইখানা বই আমাদের হাতে তুলে দিয়েছেন। যা থেকে আমরা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে এবং ভাষা শহীদদের জীবন কথা সম্পর্কে জানতে পারবো।