শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কালিগঞ্জে চৌমুহনী হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ৫ টাকা নিয়ে ভ্যানচালকের হাতে যাত্রী খুনের ঘটনায় হত্যাকারীকে ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে পুলিশ নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু কালিগঞ্জে আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঞ্চল্যকর বহুল আলোচিত মা ও মেয়ের জোড়া খুনের রহস্য উদঘাটন করল পিবিআই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন কবির নেওয়াজ রাজ  সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল বিকাশে খোয়া যাওয়া টাকা ২ লক্ষ ৩১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকে ফিরিয়ে দিলো পুলিশ কালিগঞ্জে সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জান্নাত মায়ের পদতলে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান
সোনারগাঁয়ে দেশি বরই গাছ আগের মতো চোখে পরে না।

সোনারগাঁয়ে দেশি বরই গাছ আগের মতো চোখে পরে না।

মাজহারুল রাসেল : সোনারগাঁ উপজেলায় দেশি বরই আগের মতো এখন আর দেখা যায়না। ক্রমেই যেন এই উপজেলা থেকে বিলুপ্ত হতে চলেছে এই দেশি বরই।তবে ছিটেফোঁটা যেটুকু টিকে আছে, সেসব গাছে দেশি বরই’র ব্যাপক ফলন হয়েছে।
এক সময় এই উপজেলার বিভিন্নস্থানে উঁচু জমিতে, সড়কের পাশে অনেকটা অবহেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতো ‘টক বরই’গাছ। নানা কারণে কৃষক আগাছা হিসেবে মনে করতো এ ধরনের বরই গাছকে। মানুষের আগ্রহ না থাকায় পাখিদের খাবার জোগাতো এই টক বরই। অবহেলার কারণে কয়েক বছরের ব্যবধানে টক বরই বিলুপ্তির তালিকায় চলে এসেছে। তবে এখনও অনেকের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই টক বরই।
স্থানীয় পরিবেশ প্রেমিক সাংবাদিক রিপন সরকার বলেন, সোনারগাঁ উপজেলার বিভিন্নস্থানে এখন পর্যন্ত কিছু দেশি বরই গাছ টিকে আছে। এসব বরই বাজারে বিক্রি করে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। অন্যদিকে বরইয়ের পুষ্টিগুণ ভাল, রোগ বালাইও কম।
এ উপজেলার সনমান্দী ইউনিয়নের জহিরুল ইসলাম খোকন বলেন,দেশি বরই গাছে কোন প্রকারের ওষুধ দিতে হয় না। এমনিতেই ফল আসে। আর মানুষের কাছে এখনো দেশি বরই’র চাহিদা রয়েছে। লোকজনও বেশি দামেই দেশি বরই কেনে। উপজেলার কিছু স্থানে এখনোও দেশি বরই গাছ রয়েছে। এতে এবার ভাল ফলন হয়েছে।
সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার তাজুল ইসলাম জানান, তাদের একটি দেশি বরই গাছে ভাল ফলন হয়েছে। আচার তৈরিতে টক বরই প্রয়োজন। টক বরইয়ে আগাম ফলন হয়, শুকিয়ে সংরক্ষণ করা যায়।
উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের শেখ এনামুল হক বিদ্যুৎ  বলেন,দেশি বরইয়ের বিকল্প নেই। এক সময় রাস্তার পাশে জন্মানো বরই গাছ কৃষকরা কেটে ফেলতেন। এখন রাস্তার পাশে তেমন একটা এ বরই গাছ দেখা যায় না। তারপরও তাদের এলাকার প্রায় বাড়িতেই দেশি বরই গাছে ভাল ফলন হয়েছে।
সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার বলেন, এ উপজেলার  মাটিতে কুল চাষ করলে কৃষকরা লাভবান হতে পারবেন।এরমধ্যে অনেকেই বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন। এর চাষাবাদ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন,এখনও উপজেলার বাসা বাড়ি এবং পরিত্যক্ত  এলাকায় দেশি বরই গাছ টিকে আছে।এগুলো সংরক্ষণ করা সবার দায়িত্ব।
Print Friendly, PDF & Email

দয়া করে নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © MKProtidin.Com
Desing & Developed BY ThemesBazar.Com