হলুদের পাটা হাসিয়া গড়ায়
রাঙা অনুরাগে নেয়ে,
হলুদ বাঁটিছে হলুদ বরণী মেয়ে।
দুই হাতে ধরি কঠিন পুতারে
ঘসিছে পাটার পরে,
কাঁচের চুড়ী যে রিনিক ঝিনিকি
নাচিছে খুশীর ভরে।
দুইটি জঙ্ঘা দুইধারে মেলা
কাঠ-গড়া কামনার,
তাহার উপর উঠিতে নামিতে
সোনার দেহটি তার।
মর্দ্দিত দুটি যুগল সারসী
শাড়ী সরসীর নীরে,
ডুবিতে ভাসিতে পুষ্প ধনুরে
স্মরিতেছে ঘুরে ফিরে।
হলুদ বাঁটিছে হলুদ বরণী মেয়ে,
রঙিন ঊষার আবছা হাসিতে
আকাশ ফেলিল ছেয়ে।
মিহি গাছের ডালে যে বুলবুলী
বসি ভরিয়া দুখানা পাখ,
লিখিয়া হইতে তারি একটুকু
মেলিছে সুরেলা ডাক।
লেখকঃ মানুষের কল্যাণে প্রতিদিন এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল।