গাজী এনামুল হক (লিটন)
স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে সিকদার বাড়ির আঙ্গিনায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় উত্তর ভবানীপুর গ্রামে ০৯/০২/২০২২ ইং বুধবার বিকেলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিস পিরোজপুর এর উপ- পরিচালক মোঃ শাহ আলম।
সামাজিক দূরত্ব বজায় রেখে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসুদ করিম ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সদস্য ইসমত জাহান মুক্তা এবং সিকদার মোবারক আলী সৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল-আমীন সিকদার ৷ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মোঃ.গোলাম মোস্তফা শেখ।
বৈঠকে সংক্রমণ রোধ, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বেঁচে থাকার উপায়, সর্তকতা অবলম্বন, মাক্স ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্ন থাকা সহ সরকারের উন্নয়ন মূলক কর্ম কান্ড নিয়ে ব্যাপক আলোচনা করেন বক্তারা। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ,শিশু ও নারীর অধিকার , শিশুর যথাযথ বিকাশ , অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য , মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক বিভিন্ন আলোচনা সহ বিভিন্ন গণমুখী বিশেষ উদ্যোগ , শিক্ষা , নারীর ক্ষমতায়ন , বাল্যবিবাহ , যৌতুক , মাদক , গুজব ,নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
উক্ত উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সংবাদকর্মী সহ অসংখ্য মহিলারা উপস্থিত ছিলেন।।