কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। কালিগঞ্জের কৃতিসন্তান ও খুলনা জেলার মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস ইন্সপেক্টর) রোজমিন আহম্মেদ খাঁনের পিতা মাষ্টার গোলাম মোস্তাফা খাঁনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুরস্হ মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি, মিলাদ, দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। বসন্তপুর সীমান্ত জামে মসজিদের খতীব হাফেজ মাওঃ শহিদুল ইসলামের পরিচালনায় কুলখানি অনুষ্ঠানে কুরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজান পরিচালনা করেন বসন্তপুর হযরত বুলাহ্ সৈয়দ (রহঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম মৌলভী আঃ ওহাব গুলজারী। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা অংশ নেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন এন্ড ইনটেনসিভ কেয়ার হাসপাতালে মাষ্টার গোলাম মোস্তফা খাঁন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঐদিন বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।