কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে নবগঠিত কমিটির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সিনিঃ যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, যুগ্ন আহবায়ক মাষ্টার আহসানউল্ল্যাহ তরফদার, যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী সাঁপুই, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ হাসনাত আলী, কাজী মোফাজ্জেল কবীর পলাশ, প্রফেসর শহিদুল ইসলাম, মেম্বর আবু তোহার, মেম্বর জি এম রফিকুল ইসলাম, শহিদ উদ্দীন শহিদ, রেজাউল ইসলাম, এস এম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুবনেতা এস এম মোতাহার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন, কাজী শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, কৃষক দলের নেতা রুহুল আমিন, জাসাস নেতা মারুফ হোসেন প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছাও মিষ্টি মুখ করান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।