ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ ভারতের পূর্ব পাহাড়িদের দেশ মেঘালয়ের জয়ন্তিয়া জনগোষ্ঠীর মধ্যে এফওকাস প্রোগ্রাম তহবিলে প্রায় তিরিশ কোটি টাকার কৃষি সম্প্রসারণ ও উন্নয়নের জন্য মোট ৪৫,টি, পাহাড়িয়া গোষ্ঠীর মধ্যে ভাগ করে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কে সাঙমা সহ মেঘালয় রাজ্যের অনন্য সরকারি কর্মকর্তারা। এই টাকা খরচ করে কৃষি নির্ভর জাতিকে প্রভাবিত করে তুলতে সাহায্য করবে। সেই সাথে প্রোয়াগ প্রোগ্রাম চালু হবার ফলে সারা মেঘালয় রাজ্যের হাজার হাজার কৃষক পরিবার উপকৃত হবেন।।